মুহাম্মদ বিন এমরান
যা কিছু হলো: তুমি চলে যাবার পর—সহস্র আলোয়
জ্বলে উঠলো পদ্মাসেতু।
বাড়ির আমগাছটা ভরে গেল মৌসুমী ফলে। একের পর এক বিয়ের দাওয়াত পেতে থাকলাম আমিও। তুমি চলে যাবার পরই– শ্বাসকষ্টের ওষুধের দাম বেড়ে গেলো দোকানে, সবচেয়ে অমনোযোগী ছাত্রটিও পেল জিপিএ পাঁচ। একটা সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে ঘুমোতে ঘুমোতে ভাস্কর্য হয়ে গেছে। তুমি চলে যাবার পর— প্রথম দেখাতেই চশমা ভাসিয়ে নিল সমুদ্র। জ্বর মাপার মেশিনটাও ভেঙে গেল নীরবে।
তুমি চলে যাবার পর– নৌকাডুবিতে মারা যায়নি আর কোনো বরযাত্রী। কেবল শৈবাল জন্মেছে
পথের পাথরে, যে পথে হেঁটে গেছো তুমি; আজও কেউ পা ফেলেনি সে পথে।
দ্যাখো—কী ভীষণ পরিত্যক্ত সবুজ তোমার
চলে যাবার পথ আর আমার নিখিল হৃদয়।
প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন।
এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)
1 মন্তব্যসমূহ
সুন্দর
উত্তরমুছুনপ্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)