প্রিয় সুজনেষু,

    জীবনঘনিষ্ট মানোত্তীর্ণ সাহিত্যকর্মকে ধারণ, লালন ও ছড়িয়ে দেওয়ার নিরন্তর প্রয়াসে প্রকাশ হচ্ছে ‘ৎ’ (খণ্ড-ত)-এর ওয়েবম্যাগ ভার্সন। পড়ুন, লিখুন, মুক্ত মতামত দিন।

    লেখা পাঠিয়ে বারংবার খোঁজ করা, নানাভাবে তাগিদ দেওয়া কিংবা এ ধরনের আচরণকে ‘ৎ’ (খণ্ড-ত) সম্পাদনা পর্ষদ আন্তরিকভাবে নিরুৎসাহিত করে এবং কোনো লেখা প্রকাশের নিশ্চয়তা প্রদান করে না।

    ইউনিকোডে টাইপ করা লেখা (অবশ্যই সফট কপি) শুধু ই-মেইলে প্রেরণ করতে হবে। ই-মেইল ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত লেখা গ্রহণযোগ্য নয়।


    বিনীত,
    ম্পাদক ও প্রকাশক


লেখা পাঠাবার ই-মেইল ঠিকানা: thekhondoto@gmail.com