সৌমিক রায়ের কবিতা ‘বল্গাহীন’

 

বল্গাহীন

তোমার চোখে বল্গাহীন করুণা দেখতে পাই
তোমার চোখে অবিশ্রান্ত প্রেমের অভিনয়
কীসের জন্য ছুটছো তুমি, কোথায় পেতে ঠাঁই?
তোমার জন্য আমার বুকে আবাস অক্ষয়।

তোমার চোখে বল্গাহীন তোমায় দেখতে পেলে
আমার চোখে বাষ্প জমতো অনেকদিন পর
সত্যি সত্যি তোমার স্রোতে নিঃস্ব ডুবে গেলে
উঠতো জেগে ভালোবাসার অমল চরাচর।

আমার দেহে বল্গাহীন টিকে থাকার নেশা
আমার শুধু প্রবহমান ধৈর্য-সঞ্চয়
তোমার ভেতর সাদায়-কালোয় অন্তরঙ্গ মেশা
বল্গাহীন অবিশ্রান্ত প্রেমের অভিনয়।

তবু আমি যেহেতু আমি, আমার ধর্ম মানে
ক্রমান্বয়ে পিছল পথে অভিযোজন করা
মৃত্যুমুখী দহন মাঝে জীবন সন্ধানে
পুড়তে পুড়তে একলা একলা শব্দবিহীন লড়া।

এসব যুদ্ধে রসদ থাকে প্রেমের কোষাগারে
সিংহাসনে তোমার মূর্তি বিরাট বিস্ময়।
আমি খুঁজছি তোমায় ভালোবেসে লাগাতারে
তোমার চোখে বল্গাহীন প্রেমের অভিনয়।

প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন। এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ