সালমান হাবীব
আজকাল কোথাও প্রাণ খুলে
হেসে ফেললে– পরক্ষণে আঁতকে উঠি!
মনে হয়, কেউ দেখলো!
কেউ কি রেকর্ড করলো?
কেউ কি ঘৃণার গুলতি তাক করলো
আমার ওই একটুখানি হাসির দিকে?
এই শহরে হাসিও এখন সন্দেহজনক।
খালি পেটে হাসলে— বলে, বিদ্রূপ!
ভাঙা ঘরে হাসলে— বলে, অভিনয়!
দুজন মিলে হেসে উঠলে—
লোকের চোখে তুমি অপরাধী।
আজকাল কেউ আমার হাসির প্রশংসা করলে
আমি শঙ্কিত হই, ভয় পাই।
মনে হয়, খুন করার আগে এটাই বুঝি
তার মুখ থেকে শোনা
আমার প্রতি শেষ সুন্দর বাক্য।
এই শহরে একটি ছেলে
একদিন রোদ দেখে হেসেছিল,
শুধু হেসেছিল বলেই— সে আর ফেরেনি।
তার হাসি থেমে গেছে,
একটি নামহীন, মুখহীন মৃত্যুর ঘরে।
আমরা এখন হাসি না।
মুখে পরে রাখি শোকের মুখোশ,
চোখে রাখি নিঃশব্দ অনুতাপ।
হাসতে ইচ্ছে হলে প্রথমে দেখি চারপাশ,
তারপর ধীরে ধীরে বলি;
হে নিষ্প্রাণ নগরী, আমাকে ভুল বুঝো না।
আমি হাসছি না, আমি শুধু দুঃখকে আড়াল করে
সুখী সাজার চেষ্টা করছি।
কারণ কবি বলেছেন; “হাসির আড়ালে
দুঃখকে আড়াল করার কৌশলটা আয়ত্ত
করতে পারলেই আপনি একজন সুখী মানুষ”
আজকাল সুখী সাজার ভান করতেও হাসি না।
কারণ এই শহরে হাসিও এক ধরনের অপরাধ।
আর সেই অপরাধের শাস্তি— মৃত্যুদণ্ড!
6 মন্তব্যসমূহ
প্রতি খণ্ড ৎ ❤️
উত্তরমুছুনএই শহরে হাসতে মানা!
উত্তরমুছুনকবিতাটা পড়ে সত্যি আতংকে উঠলাম😪 আমি দূর্বল হার্টের মানুষ, কতকাল হলো খবর শুনি না বিশেষ করে আমার দেশের খবর। এই জন্য শুনি না যেসব খবর দেখে নিজেকে সামলানো দায় হয়ে পড়ে 🙏
বিদেশের মাটিতে সত্যি লজ্জা পাই আমরা দেশের এই পরিস্থিতি ূেখে
কষ্ট পাই এসব দেখে শুনে সেই কষ্ট কারে সাথে ভাগ করতে না পাড়ার জন্য 😭
শ্রদ্ধেয় প্রিয় কবি আপনি বরাবরই অসাধারণ লিখেন,এখানে নতুন করে ব্যাক্ত করার কোন ভাষা আমার জানা নেই,এ কবিতা টি সেই অসাধারণ লেখার মধ্যে একটি, দুর্দান্ত লিখেছেন আপনি মাশা-আল্লাহ, আপনার জন্য শুভকামনা রইল।
উত্তরমুছুনঅনিয়মের লিখা সব সময় মন কারা
উত্তরমুছুন—যেখানে মানুষের স্বাভাবিক আবেগপ্রকাশ, বিশেষ করে হাসি, আজ সন্দেহ, ঘৃণা ও শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনিয়ম, অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন, কীভাবে একটুখানি হাসিও এখন মানুষের বিরুদ্ধে সমাজের অভিযোগ হয়ে ওঠে। হাসি যেন আর আনন্দের প্রকাশ নয়, বরং এক অপরাধের আলামত।
প্রিয় লেখক, আপনার কবিতাটি পাঠ করছি ,,,
উত্তরমুছুনভুল ত্রুটি হলে মাফ করবেন, আমি ছোট মানুষ মাত্র ১৭ বছর বয়স।
অনেক সুন্দর হয়েছে কবিতাটি । পারভেজ ভাইয়ের জন্য দোয়া।
ভীষণ সুন্দর একটি কবিতা বর্তমানের নিরিখে লিখা ,আসলে এক হাসিতে কত কিছু লুকিয়ে থাকে, যার ব্যথা সেই বুঝে যার কষ্ট সেই বুঝে তবু সকলকে বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
উত্তরমুছুনপ্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)