তামীম চৌধুরী
জীবন হয়ে গেছে
জোড়াতালি দেওয়া হাজার টাকার নোট!
কারো হাতে গেলে বলে-
‘এইটা চলবো না
বদলায়ে দ্যান’
জোর গলায় বলতেই হয়-
‘আরে মিয়া চলবো
না চললে দিয়ো
বদলায়ে দিমু নে!’ জীবনবৃত্তের পরিধি বিশাল হলেও
কেবল কেন্দ্রের ক্ষুদ্র ফোঁটাটুকুই আমি!
বাকিসব নিয়ে গেছে এ, ও, সে, তারা!
জোড়াতালি দেওয়া হাজার টাকার নোট!
কারো হাতে গেলে বলে-
‘এইটা চলবো না
বদলায়ে দ্যান’
জোর গলায় বলতেই হয়-
‘আরে মিয়া চলবো
না চললে দিয়ো
বদলায়ে দিমু নে!’ জীবনবৃত্তের পরিধি বিশাল হলেও
কেবল কেন্দ্রের ক্ষুদ্র ফোঁটাটুকুই আমি!
বাকিসব নিয়ে গেছে এ, ও, সে, তারা!
.jpg)
1 মন্তব্যসমূহ
ভালো
উত্তরমুছুনপ্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)