সিরাজগঞ্জে প্রসূন সাহিত্য সংসদের উদ্যোগে মে দিবসের আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে প্রসূন সাহিত্য সংসদের উদ্যোগে মে দিবসের আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১ মে ২০২৫) সন্ধ্যায় সংগঠনের সভাপতি কবি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক যাহিদ সুবহানের পরিচালনায় আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন প্রসূন থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান নাট্যজন লায়লা ফেরদৌস হিমেল, আলহাজ্ব শাহিনুর রহমান, কবি সুশান্ত কুমার সাহা, কবি ও নাট্যজন আতিকুর রহমান সুজন, লালন সংসদের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, নাট্যকর্মী সুমন আহমেদ, সমাজকর্মী গোলজার হোসেন, নাট্যকর্মী পার্থ ঘোষ, রাফি দে খোদা অপার, কণ্ঠশিল্পী রাসেল প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন। এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ