নিবারণ চক্রবর্তীর ‘নরকের পথে’ এবং আরও একটি কবিতা


নিবারণ চক্রবর্তী

নরকের পথে
তোমার ঔরসের ছায়া দিয়ে ঢেকে ফেলো আমার সমস্ত জৈবিক ক্ষুধা, তোমার নাভিকূপে গোসল করে হয়ে উঠি পরিপূর্ণ কিংবা তোমার কোলে একটা নরক পেতে দাও আমি আরো কিছুক্ষণ পুড়ি।
আমার ওষ্ঠ চেপে রাখি তোমার গ্রীবাদেশে, আমাদের সমস্ত শরীর জড়িয়ে থাকুক কামলতায় অন্তত কিছুক্ষণ, তোমার তলপেট হতে জন্ম হোক এক অপার্থিব গ্রিক রাজকন্যার ভ্রুণের, আফ্রোদিতির।
একটা ঘুমঘুম চোখ নিয়ে যেভাবে দারোয়ান দাঁড়িয়ে থাকে রাতভর, সামান্য যাতনা নিয়ে আমিও দাঁড়িয়ে আছি তোমার প্রেমের কাছাকাছি দীর্ঘ ক’টা বছর।
প্রতিমা নও, তবুও কোন্ ক্ষমতায় আমাকে টেনে নিয়ে যাও সর্বদা তোমার উপাসনায়, পথভ্রষ্ট হয়ে গেছি- আমাকে ফেরাও নয়তো নির্ঘাত এবার নরকে যাবো।
লিলিথ তোমার ঠোঁট আজকে পদ্মফুল, হাত রাখলে পাপড়ির মতো খসে পড়বে। বুকটাকে মনে হচ্ছে গোধূলি আকাশ, আজ আকাশে দুইটা সূর্য, নাভিতে নক্ষত্রের মতো ফুটে উঠেছে তিলক। আমি তো জানি না কীভাবে হয়ে উঠতে হয় পবিত্র, নারী,তোমার বুকে মাথা রাখলে আমি জান্নাতের সুঘ্রাণ পাই। কোমরটা সদ্য ওঠা চাঁদ, জলের ঢেউয়ের মতো বাঁকা হয়ে আছে, আগুনের মতো দাউদাউ করছে সে চাঁদের ‘মাংস আর মেদ’। দেবযোনীতে আফ্রোদিতি সমুদ্র; এখানে জন্ম গুল্ম, লতা, ঘাস এবং আমার, এখানেই ভেসে যায় পাতা, মৎস্য এবং মহাকালের রথ। আহা কবি— অপুরুষ! তোমাকে দেওয়া হয়নি এখানে অবগাহনের শাশ্বত স্বীকার— অধিকার।

প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন। এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. নিবারণ চক্রবর্তী আমার খুব প্রিয় একজন কবি।তিনি অসাধারণ লিখেন।স্বল্প পরিসরে তার কবিতা নিয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না।শুধু এটুকু বলবো - নিবারণ দাদা একজন মৌলিক কবি,স্বতন্ত্র কণ্ঠস্বরে ভাস্বর।দাদা একদম নতুন ও তাজা কবিতা লিখেন।দাদাকে অভিনন্দন ও ভালোবাসা....(যুবক অনার্য)

    উত্তরমুছুন

প্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)