পাবনায় পল্লী পাঠাগারের দেড় যুগে পদার্পণ উপলক্ষ্যে অনুষ্ঠান সম্পন্ন

 

পাবনার আটঘরিয়ার মিয়াপাড়াস্থ পল্লী পাঠাগার প্রতিষ্ঠার সতেরো বছর পেরিয়ে আঠারো বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে গত শুক্রবার (২ মে ২০২৫) বিকেলে পাঠাগার চত্বরে আলোচনা, কবিতা পাঠ ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের সভাপতি, শিক্ষক ও শিশু সংগঠক মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সেলিমের সার্বিক তত্ত্বাবধানে আলোচনায় অংশ নেন পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সদস্য আকিলুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটন, কবি মরিয়ম বেলারুশী, প্রতিষ্ঠাকালীন সদস্য ওমর ফারুক, সাধারণ পরিষদ সদস্য জাহাঙ্গীর হাসান মাসুম, সরোয়ার হোসেন, শহিদুল ইসলাম, শাকিল খান শুভ, আমির হামজা, মো. শাহীন প্রমুখ। আলোচকবৃন্দ পাঠাগারটির গত আঠারো বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বেশ কিছু শিশু পাঠকের উপস্থিতিতে কেক কাটা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি, মুক্তিযুদ্ধ গবেষক আলহাজ্ব মো. শফিউল্লাহ। (প্রেস বিজ্ঞপ্তি)

প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন। এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ