সিরাজগঞ্জে ১২৬তম নজরুল জয়ন্তী উদযাপন করেছে প্রসূন সাহিত্য সংসদ


সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিক উদযাপন করেছে প্রসূন সাহিত্য সংসদ। ২৫ মে ২০২৫ রোববার সন্ধ্যায় সংগঠনের সভাপতি কবি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি যাহিদ সুবহানের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় সঙ্গীত ও রণ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন কথাসাহিত্যিক তাসনিয়া ফেরদৌস। আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন প্রসূন থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল, কবি মীর এনামুল হক, কবি সুশান্ত কুমার সাহা, নাসিমা আহমেদ, কবি নাজমুল খান, কবি জওহর লাল রবিদাস, প্রসূন থিয়েটারের সাধারণ সম্পাদক সুমন রাজ সরকার, বাচিক শিল্পী এস. মুকুল আহমেদ, গবেষক স্বপন রেজা, কবি হাজেরা শম্পা, কবি সোহাগ আলমগীর, মাহমুদা লাবণী, কণ্ঠশিল্পী জাকিরুল ইসলাম, নাট্যকর্মী সুমন আহমেদ, চিত্রশিল্পী এইচ. এম. মুরাল,  আকরাম শুভ, কবি জাহিদ হাসান, কবি সাব্বির হোসেন , রাফি দে খোদা অপার, কণ্ঠশিল্পী রাসেল, শিশুশিল্পী মেহেক সরকার উষ্ণ ও নূরনবী ইসলাম কাব্য, বাচিকশিল্পী মেধা। নজরুল সংগীতের সাথে নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী সিলিয়া।
আলোচকগণ নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং সিরাজগঞ্জে কবির স্মৃতিবিজড়িত বাজার স্টেশনে স্মৃতিফলক স্থাপনের জোর দাবি জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রসূন সাহিত্য সংসদের সহ-সভাপতি বাচিক শিল্পী হুমায়ুন কবির আফ্রিদি। (প্রেস বিজ্ঞপ্তি)

প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন। এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ