শিরোনাম: নীল হকারের দল
কথা, সুর ও কণ্ঠ: ফরহাদ মেঘনাদ
ব্যান্ড: বিজ্ঞাপন বিরতি
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৩
#
দূর্বা ডগায় ঝুলছে শিশির-প্রেম
দেখে এলেম
পাখির ডানায় জল
নীল হকারের দল
শুষ্ক ওষ্ঠ ভেজাতে ডাকছে প্রেমিক ক্রেতার ঢল
লিখি সেই প্রণয় প্রবল
তবুও প্রেমের গান,
তুই কোথায় থাকিস্ জান?
তোকে না লিখলে পাস দেবে না আমায়
ব্যবসায়ীর সন্তান,
তারা সর্বশক্তিমান।
ভোরের টোকাই কুড়োচ্ছে শীত
কথা, সুর ও কণ্ঠ: ফরহাদ মেঘনাদ
ব্যান্ড: বিজ্ঞাপন বিরতি
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৩
#
দূর্বা ডগায় ঝুলছে শিশির-প্রেম
দেখে এলেম
পাখির ডানায় জল
নীল হকারের দল
শুষ্ক ওষ্ঠ ভেজাতে ডাকছে প্রেমিক ক্রেতার ঢল
লিখি সেই প্রণয় প্রবল
তবুও প্রেমের গান,
তুই কোথায় থাকিস্ জান?
তোকে না লিখলে পাস দেবে না আমায়
ব্যবসায়ীর সন্তান,
তারা সর্বশক্তিমান।
ভোরের টোকাই কুড়োচ্ছে শীত
তার প্রেমিকা উলের জামা
সেই প্রেমিকা মান করেছে খুব
আলিঙ্গনে বাঁধছে না তার দেহের পশ্চিম-পুব
লিখি সেই প্রণয়ের ডুব।।
তবুও প্রেমের গান,
তুই কোথায় থাকিস্ জান?
তোকে না লিখলে পাস দেবে না আমায়
ব্যবসায়ীর সন্তান,
তারা সর্বশক্তিমান।
#
এখানেই শুনুন
#
এখানেই শুনুন
0 মন্তব্যসমূহ
প্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)