সাজ্জাদ শাকিলের কবিতা ‘জুম করে দেখছি’

 


জুম করে দেখছি


টক্সিক সেক্সাক্রান্ত সময়ের মধ্যে
আলিঙ্গনে ছড়িয়ে পড়া ক্ষয়িষ্ণু লাস্যময়ী
প্রেমের পীড়া ঘিরে—
প্রত্যেক অঙ্গের মাংসে বিষাক্ত পলিপস।

এই শরীর, সেই শরীর—
যেন দুই রাষ্ট্রের মাঝে যুদ্ধ
অভিমানে নুয়ে পড়া
দুর্বল হাতে ধরাই ঋণ।

কেননা প্রেম—
এখানে তেমন কিছু নয়
শুধু শরীরের বিভ্রম
একটি নিঃস্ব হয়ে যাওয়ার কাল্পনিক ভাষা।

এতেই কী প্রেম জন্ম নেয়!
যেখানে শরীর হয়ে ওঠে
ধ্বংসের স্থাপনা
অলক্ষ্যে ভরা পৃথিবী?

কী শোষণের মাঝে আমরা ডুবে যাই!
কিন্তু কল্পনাতে সেও তো কিছু নয়—
মিথ্যে শাসক
আমাদের কঙ্কাল দিয়ে স্বাক্ষরিত

এতে কি অবশেষে
দ্রুত খোলা চোখে
নীরব সন্ত্রাসের অধিকার
শুধু বিদ্রোহের সামান্য ধ্বনি নয়?


প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন। এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ